শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

মাদারীপুরে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত - ২৬ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:১৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  জেলার ডাসার উপজেলায় আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি দখলমুক্ত করেছে প্রশাসন। আজ বুধবার সকালে উপজেলার ভাঙ্গা ব্রীজ এলাকার হাইওয়ে রোড সংলগ্ন সরকারি খাস জমিতে ৭টি নির্মাণাধীন দোকান উচ্ছেদ করে ডাসার উপজেলা প্রশাসন। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফীন।অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ডাসার থানার পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।  

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন জানান, ভাঙ্গা ব্রীজ এলাকায় সরকারি তফসিল-ভুক্ত খাস সম্পত্তিতে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে ৭টি দোকান নির্মাণ করছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মাণাধীন অবৈধ দোকানগুলো ভেঙে দিয়ে সরকারি সম্পত্তি দখল মুক্ত করা হয়েছে।
২৪ ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন