২৪ ঘণ্টা অনলাইন : ডায়াবেটিস রোগীদের রোজা রাখতে কোন বাধা নেই বরং রোজা রাখতে উৎসাহিত করছেন মেডিকেল কলেজের চিকিৎসকরা। তারা বলেছেন, ‘আগে আমরা ডায়াবেটিস রোগীদের রোজা রাখতে অনুৎসাহিত করতাম। কিন্তু এখন গবেষণার ফলাফলের ভিত্তিতে রোগীদেরকে আমরা রোজা রাখার ক্ষেত্রে উৎসাহিত করি। সেক্ষেত্রে অবশ্যই সব সময় চিকিৎসকের পরামর্শ অনুসারে চলতে হবে এবং যেকোনো সমস্যা হলেই রোজা ভেঙে ফেলতে হবে।’মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মিলন অডিটোরিয়ামে এন্ডোক্রাইনোলজি বিভাগ এবং টিচার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রমজানে ডায়াবেটিস আপডেট’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
ঢামেকের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম।এছাড়া, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. ফারুক আহমেদ, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন ও ডা. মো. মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আফসার আহমেদ মিরাজ।
সেমিনারে ঢামেকের অন্যান্য বিভাগের চিকিৎসকদেরকে রোগীদের ডায়াবেটিস চিকিৎসার নিয়ম কানুন সম্পর্কে তথ্য প্রদান করা হয়। বক্তারা চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ডায়াবেটিস রোগীর চিকিৎসার ক্ষেত্রে সবাই গুগলের প্লে স্টোর থেকে ‘ডায়াবেটিস রমাদান স্কোর’ নামক অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করবেন। এই অ্যাপের মাধ্যমে ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করার পরিমাণ হিসাব রাখা সহ সকল ধরনের ব্যবস্থাপনার হিসাব সহজে রেখে চিকিৎসা দেয়া সম্ভব।
২৪ ঘণ্টা/এআর