শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

চাঁদপুরে নৌপথে নিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণে সভা

প্রকাশিত - ২৫ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জেলায় আজ আসন্ন রমজান মাস ও ঈদ উল ফিতর ২০২৫ উপলক্ষে নৌপথে নিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চলের পুলিশের সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান এ সভায় সভাপতিত্ব করেন।

সভায় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ, বাংলাদেশ নৌযান মালিক ফেডারেশনের কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ শাখার সভাপতি শাহ আলম, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, বাল্কহেড শ্রমিক ফেডারেশন, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানান এবং নৌ পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন