শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

খুলনায় ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

প্রকাশিত - ২২ ফেব্রুয়ারি, ২০২৫   ০৮:৪৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : খুলনার কয়রা উপজেলার ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড ও বনবিভাগ। অভিযানে একটি নৌকা জব্দ করতে সক্ষম হলেও শিকারীদের আটক করতে পারেনি তারা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার ও একটি নৌকা জব্দের ঘটনা ঘটে।

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘আমরা কপোতাক্ষ নদ ধরে কয়রার ঘড়িলাল গ্রামের কাছাকাছি পৌঁছে নৌকা দেখতে পাই। এতে বসে দু’জন বইঠা বাইছিল। আমাদের ট্রলারটি ওই নৌকার কাছাকাছি পৌঁছানোর আগেই তারা কপোতাক্ষ নদে ঝাঁপিয়ে পালিয়ে যান। পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে ভেতরের একটি পাত্রে বরফ দেয়া অবস্থায় ৬২ কেজি হরিণের মাংস পাওয়ায়। নৌকাটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
২৪ ঘণ্টা/এআর 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন