শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

‘বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না’

প্রকাশিত - ২০ ফেব্রুয়ারি, ২০২৫   ১১:৫০ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

২৪ঘণ্টা অনলাইন : অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায়  বক্তৃতা করেন তিনি।

দুদু বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্রের লড়াই চলেছে। যারা এই ১৭ বছরকে অস্বীকার করে, তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন বলতে পারেন না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ওলটপালট করলে আপনাদেরই ওলটপালট হয়ে যাবে।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করা হয়েছে। সেদিন প্রধান ভূমিকা রেখেছিল ছাত্ররা। অথচ কিছু রাজনৈতিক দল বলে সব শেখ মুজিবের অবদান।


২৪ঘণ্টা/এএ/

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন