২৪ঘণ্ট অনলাইন : পুলিশের বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামিদের অনৈতিক সুবিধা প্রদানের বিরুদ্ধে শিক্ষার্থীরা সাভার মডেল থানা ফটকের সামনে বিক্ষোভ করে। আজ বুধবার দুপুর ১টার দিকে এ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিদের সম্প্রতি থানায় ভিআইপি প্রটোকল দিয়ে জামাই আদরে রাখে পুলিশ। এ অনৈতিক সুবিধা পুলিশ দিতে পারে না। তাই আমরা বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ জানাতে থানায় এসেছি। পরবর্তীতে পুলিশ যদি এভাবে অনৈতিক সুবিধা দেন তাহলে কঠোর কর্মসূচিরও হুশিয়ারি দেন তারা।
২৪ঘণ্টা/এআর