২৪ঘণ্টা অনলাইন : যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত ১০ দিনে সারা দেশে এই অভিযানে মোট ৫ হাজার ৩১৯ জনকে গ্রেপ্তার করা হলো।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় (গত শনিবার বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত) ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে এই বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ৯৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টার অভিযানে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, দেশে তৈরি শুটার গান একটি, পিস্তলের গুলির খোসা একটি, লাল রঙের সিসার তাজা কার্তুজ একটি, কার্তুজের খোসা দুটি, চাপাতি একটি, রামদা দুটি, ছেনি একটি, দা দুটি, ছোরা চারটি, ধারালো চাকু একটি, ধামা দুটি, স্টিলের তৈরি ব্যাটন একটি, প্লাস একটি এবং খেলনা পিস্তল একটি।
গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্ত হয়। ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণের শিকার হন ১৫-১৬ শিক্ষার্থী।
২৪ঘণ্টা/এএ/