২৪ ঘণ্টা অনলাইন : রাজধানীর কারওয়ান বাজারে একুশে টিভি ভবনের নিচতলার কফি শপে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে রাত ৮টা ২০ মিনিটের দিকে একুশে টিভি ভবনের নিচতলায় থাকা পেয়ালা ক্যাফেতে এ অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় ভবনটিতে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়, যা চারদিকে ছড়িয়ে পড়ে।
তেজগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নাজিম উদ্দিন সরকার জানান, আগুনের খবর পাওয়ার ১০ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
২৪ ঘণ্টা/এএ/