শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

সুনামগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে দু’ব্যক্তির কারাদণ্ড

প্রকাশিত - ১৫ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:০০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জেলার ধর্মপাশা উপজেলায় আজ অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে আপন সরকার (২২) ও মো. মৌলা মিয়া (৪৪) নামের দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপর ১ টার দিকে জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আটগাঁও এলাকায় অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক জনি রায় এ কারাদণ্ড দেন।

দন্ডিতদের মধ্যে মধ্যে আপন সরকারকে পাঁচদিনের বিনাশ্রম এবং মো. মৌলা মিয়াকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।দণ্ডপ্রাপ্ত আপন সরকার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের জিতেন সরকারের ছেলে এবং মো. মৌলা মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামের আব্দুল বারেকের ছেলে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে দু’ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। তাদেরকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন