২৪ ঘণ্টা অনলাইন : যশোর কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জাড়িয়েছে দুই পক্ষ। এতে অন্তত ২২ জন আহতের খবর পাওয়া গেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার চিংড়া বাজার সংলগ্ন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে উভয়পক্ষের নয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির খবর পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বাকিরা।
হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউনুস হোসেন, সাগরদাঁড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান রনি, ছাত্রদল নেতা সাগর, আকাশ, নাঈম, রকি, গোলাম মোস্তফা এবং সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলামের ভাই উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না ও কাজী মাজহারুল ইসলাম সোনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গত ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের আপন বড় ভাই। গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পরও তিনি স্বাভাবিকভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
২৪ ঘণ্টা/এএ/