শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আওয়ামী লীগ নেত্রী শিউলীকে জামিনে মুক্তি দিলো আদালত

প্রকাশিত - ১২ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৪২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নাটোরের বড়াইগ্রামে থানা ভবনের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে টিকটক ভিডিও বানানোর অভিযোগে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেত্রী শিউলী বেগমকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। মঙ্গলবার বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তোহিদুর রহমান সুমনের আদালতে তোলা হলে বিচারক শুনানী শেষে তাকে জামিনে মুক্তির নির্দেশ দেন। এর আগে সোমবার রাতে শিউলী বেগমকে গ্রেফতার করে পুলিশ।

শিউলী বেগমকে জামিনের বিষয়টি  নিশ্চিত করেছেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া।এর আগে শিউলী বেগম রোববার দুপুরে বড়াইগ্রামে থানা ভবনের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে টিকটক ভিডিও বানালে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এঘটনায় পুলিশ সোমবার রাতে নিজ বাড়ি বড়াইগ্রাম পৌরসভার উত্তরপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শিউলী বেগম বড়াইগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পুলিশের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছে। লোক মারফত ভিডিওর বিষয়টি জানার পর তাকে আটক করা হয়। পরে একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বড়াইগ্রাম আমলি আদালতে সোপর্দ করা হয়।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন