শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

চট্টগ্রামের বাঁশখালীতে নাশকতা মামলার ৩ আসামি গ্রেফতার

প্রকাশিত - ১১ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৫৩ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : নাশকতা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রামের বাঁশখালী থানার পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ ইদ্রিস (৩০), মো. মতাজ উদ্দীন (৩৫) ও জমির হোসেন (১৯)।

বাঁশখালী থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মোহাম্মদ ইদ্রিসকে গ্রেফতার করা হয়। এরপর রাতে উপজেলার বাজারচড়া ইউনিয়ন থেকে মো. মমতাজ উদ্দীন ও জমির হোসেনকে শীলকূপ জালিয়াখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মঙ্গলবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতার মামলায় মোহাম্মদ ইদ্রিস, মমতাজ উদ্দীন, জমির হোসেন নামের তিন আসামিকে গ্রেফতারের পর আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন