শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

বাগেরহাটে ২৫৯ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

প্রকাশিত - ১১ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৪৬ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : জেলা পরিষদের উদ্যোগে ২শ’ ৫৯ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।  
আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা পরিষদের অডিটরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক করেন আহমেদ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধাননির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফকরুল হাসান, জেলা শিক্ষা অফিসার এস,এম, ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আকতার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সমন্বয়ক আব্দুল আল রুমান এ সময় উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে জেলার ৯ উপজেলায় এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৪৮ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ২৪ সালে ভর্তির সুযোগ পাওয়া বাছাইকৃত ১১ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ বৃত্তি হিসেবে প্রদান করা হয়।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন