শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

রাতভর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আটক ৬৫

প্রকাশিত - ০৯ ফেব্রুয়ারি, ২০২৫   ০৮:৪০ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : গাজীপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীসহ ৬৫ জনকে আটকের খবর পাওয়া গেছে, যাদের বিরদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক জানান, গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আাওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

অন্যদিকে রাতেই মহানগর এলাকা থেকে আরও ২৫ জনকে আটকের খবর জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক।

আটকদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের যুবলীগের যুগ্ম-আহ্ব্য়য়ক মাসুদ মাহমুদ। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপার বলেন, অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে। তারা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন এবং তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ রয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক বলেন, অপারেশন ডেভিল হান্টে মহানগর এলাকা থেকে ২৫ জন আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ রয়েছে।

এদিকে সেনাবাহিনী ও র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছেন। তবে তাদের পক্ষ থেকে এখনও আটক বা গ্রেপ্তারের কোনো তথ্য পাওয়া যায়নি।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন