২৪ঘন্টা অনলাইন : তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং এলাকা অবরোধ করেছেন। এতে ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের অবরোধের ফলে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে মহাখালীতে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর বাসিন্দারা। এ অবস্থায় করণীয় জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ অতিষ্ঠ হয়ে তাদের উঠিয়ে দেবে।
সোমবার বিকেলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের তার সঙ্গেও উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা সচিব বলেন, “আমাদের দুজন যুগ্ম সচিবকে আমরা পাঠিয়েছি তাদের সঙ্গে কথা বলার জন্য। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।”
আন্দোলনের বিষয়ে তিতুমীর কলেজ কর্তৃপক্ষ কী বলছে, জানতে চাইলে তিনি বলেন, “সাত কলেজেরে প্রিন্সিপালের সঙ্গে আমি বসেছিলাম। টেলিফোনে তো সবসময় কথা হচ্ছে। তারা সবাই চান, শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠানগুলোতে আসুক। ৯০% শিক্ষার্থীই আন্দোলনের সঙ্গে জড়িত না। তারাও চায় যেন শিক্ষার পরিবশে অব্যাহত থাকে।”
তাহলে এটি গুটি কয়েক শিক্ষার্থীর আন্দোলন কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষা সচিব বলেন, “সেটি আপনাদের বুঝে নিতে হবে। আমি এটির বিশ্লেষণ দিতে পারব না।” সাত কলেজ নিয়ে গঠিত কমিটিকে তিতুমীরের বিষয়টি বিবেচনায় রাখতে বলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অবরোধ ঠেকাতে সরকারের অবস্থান জানতে চাইলে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনে সবারই নাভিশ্বাস উঠে যাচ্ছে। আমারও নাভিশ্বাস উঠে যাচ্ছে। জনগণই একসময় তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। জনগণই তাদের একসময় উঠিয়ে দেবে। এরা শুধু আইনশৃঙ্খলা বাহিনী না, সাধারণ মানুষকেও অতিষ্ঠ করে তুলেছে। দিনের পর দিন তাদের দাবি বেড়েই চলেছে। এটার পেছনে কারা আছে সেটিও জনগণ জানে।”
২৪ঘন্টা/এএ/