শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

রাঙ্গামাটিতে কারাবন্দিদের জন্য পিঠা উৎসব

প্রকাশিত - ০২ ফেব্রুয়ারি, ২০২৫   ০৮:৫৪ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জেলায় আজ কারাবন্দিদের জন্য পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আজ সকাল ৯টায় জেলা কারাগারে বন্দিদের মাঝে পিঠা বিতরণ করেন জেল সুপার মোঃ দিদারুল আলম।

মোঃ দিদারুল আলম বলেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেনের নির্দেশে এ আয়োজন করা  হয়েছে। পরিবার থেকে বিচ্ছিন্ন এসব মানুষ যাতে শীতকালীন পিঠা থেকে বঞ্চিত না হন, সেজন্য মানবিক দিক বিবেচনা করে সকল বন্দিদের মাঝে শীতকালীন পিঠা বিতরণ করা হয়। রাঙ্গামাটি জেলা কারাগারে বর্তমানে ১৮৩ জন বন্দি রয়েছে।

এ ছাড়াও বছরের বিভিন্ন সময়ে কারাবন্দিদের চিত্ত বিনোদনের জন্য নানা আয়োজন করা হয়ে থাকে বলে জানান তিনি।
এসময় জেলার সাইমুর উদ্দিনসহ কারা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন