২৪ঘণ্টা অনলাইন : সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির অভিযোগ উঠানো যৌক্তিক হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর পরামর্শকে প্রাধান্য দিয়েছি। তাই বিএনপির পক্ষ থেকে পক্ষপাতিত্বের অভিযোগ উঠানো যৌক্তিক হয়নি।
রোববার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তথ্য উপদেষ্টা।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোকে আস্থায় রাখার জন্য গণঅভ্যুত্থানের পরপরই তরুণরা দল গঠন করেনি। তখন দল গঠন করলে অনেক বেশি মানুষ সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন, এখনো হয়তো চান। তাই তরুণদের দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই বুঝতে পারছেন। সরকার অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পরামর্শকে বেশি গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রপতি অপসারণের কথা উঠেছিল। তখন আমরা রাজনৈতিক দলগুলোর পরামর্শকে প্রাধান্য দিয়েছি।
উপদেষ্টা নাহিদ বলেন, ড. ইউনূসকে সরিয়ে অন্য কোনো ধরণের পরিকল্পনা বা অন্য কিছুর বিষয়ে তারা (বিএনপি) ভাবছে কি না জানি না। যদি ভেবে থাকেন, তাহলে সেটা কারো জন্যই মঙ্গলজনক হবে না।
২৪ঘণ্টা/এএ