শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

বিশ্ব ইজতেমায় ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে

প্রকাশিত - ০১ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৪০ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এক আয়োজনের মাধ্যমে ৬৩ যুগলের বিয়ে সম্পন্ন হয়েছে, যেখানে কোনো ধরনের যৌতুক গ্রহণ বা প্রদান করা হয়নি। প্রতিবছর ইজতেমায় এই ধরনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে আসরের নামাজের পর মূল বয়ান মঞ্চে এই বিবাহ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেখানে এবার ৬৩ যুগলের বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহায়েরুল হাসান।বিশ্ব ইজতেমার শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিবুল্লাহ রায়হান জানান, বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমির নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড় শ তোলা রুপা বা এর সমমূল্যের অর্থ। এ জন্য আগ থেকেই বর-কনের নাম নিবন্ধন করা হয়।

আয়োজকরা জানান, কনের সম্মতিতে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় এসব বিয়ে। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ সময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর ছিটিয়ে দেয়া হয়।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন