২৪ঘন্টা অনলাইন : জেলার মেঘনা নদীতে অবৈধ বালু বহনকারী দুটি বাল্কহেডসহ ৭ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।আজ কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধিনস্থ চাঁদপুর বিসিজি স্টেশন থেকে জেলা সদর সংলগ্ন রনগোয়াল এলাকার মেঘনা নদীতে অবৈধ বাল্কহেড এবং ড্রেজার জব্দের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সরকারি বিধিনিষেধ অমান্য করে অবৈধ ভাবে বালু বহনকারী দুটি বাল্কহেডসহ ৭ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
জব্দকৃত বাল্কহেড এবং আটক দুষ্কৃতিকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে জানান এই কর্মকর্তা।
২৪ঘন্টা/এআর