শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

খাগড়াছড়িতে তিনদিনব্যাপী পিঠা উৎসব ও প্রদর্শনী

প্রকাশিত - ২৯ জানুয়ারি, ২০২৫   ১০:১২ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জেলায় আজ তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে স্থানীয় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে তিনদিনব্যাপী পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী শুরু হয়েছে।

জেলা প্রশাসনের সহযোগিতায় মহিলাবিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও খাগড়াছড়ি নারী উন্নয়ন সংস্থা'র যৌথ আয়োজনে এ পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আজ বুধবার বিকেলে জেলা সদরে টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুজ্জামান চৌধুরী।

এ সময় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌরসভার  প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক  শিক্ষা আইসিটি) রুমানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তিনদিন ব্যাপী এ উৎসবে ২০টি স্টল রয়েছে। এসব স্টলে নিজেদের তৈরি ৫০ থেকে ৬০ ধরনের ঐতিহ্যবাহী বাহারি স্বাদের পিঠাপুলি, আচার, পোশাকসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা।

তিনদিনব্যাপী এ পিঠা উৎসব ও প্রদর্শনী আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন