শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে লালমনিরহাটে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত - ২৮ জানুয়ারি, ২০২৫   ০৯:৪২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজয়ের উল্লাসে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে লালমনিরহটে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে জেলার আদিতমারী উপজেলার জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে সাপ্টীবাড়ী ইউনিয়ন দল মহিষখোচা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার, হাতিবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া, সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।

উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্ণামেন্টে ৮ ইউনিয়নের তরুণ একাদশ অংশগ্রহণ করেছে।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন