বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ঠাকুরগাঁয় আখ চাষিদের সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত - ২৬ জানুয়ারি, ২০২৫   ০৯:১৬ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ঠাকুরগাঁও সুগারমিলে আধুনিক প্রযুক্তিতে লাভজনক আখের সাথী ফসলের চাষাবাদ এবং আগাম আখচাষ শীর্ষক মাঠ দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে সুগার মিলের  পূর্বগেইট সংলগ্ন হরিহরপুর সাবজোন ও কেন্দ্রের চাষি শাহজাহান আলীর ১.২৫ একর জমিতে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সুগারমিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির। বাংলাদেশ সুগার এ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ (বিএফআইসি)’র মহাব্যবস্থাপক (মিলস ফার্ম) মোহাম্মদ শহীদ উল্লাহ এতে বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও মিলের কর্মকর্তা, আখচাষি ও ইউনিয়ন নেতৃবৃন্দ এ সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে কৃষকদের বাজার পরিস্থিতি অনুযায়ী দিনে দিনে আখচাষ অত্যন্ত লাভজনক ফসলে পরিণত হচ্ছে। তারা শাহজাহান আলীর কৃষি মাঠের দৃষ্টান্ত তুলে ধরে জানান, এই মাঠে আখের সাথী ফসল হিসেবে ৫টি ফসল আলু, পেঁয়াজ, রশুন, মশুর ও টমেটো এর প্রত্যেকটিই সফল হয়েছে। এমনকি আগাম আখ চাষে জাতবিশেষে কৃষকরা এক বছরে দু'বার আখ উত্তোলন করে ভালো মুনাফা অর্জন করছেন। সাথী ফসল থেকেই আবাদের সমুদয় খরচ ওঠার ফলে সুগার মিলে আখবিক্রি বা আখগুলোকে বীজ হিসেবে বিক্রির পুরো টাকাটাই কৃষকের ঘরে  লাভ হিসেবে ঢুকছে। সুগার মিলে আখের বারংবার মূল্যবৃদ্ধির ফলে অন্যান্য ফসলের তুলনায় আখচাষ কৃষকের নিশ্চিত সমৃদ্ধি আনতে সক্ষম হচ্ছে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন