শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ঘরে ঢুকে বন্যহাতির আক্রমণ, ঘুমন্ত শ্রমিক নিহত

প্রকাশিত - ২৫ জানুয়ারি, ২০২৫   ০৯:১৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে মো. কালু (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। খাবারের খোঁজে ঘরে ঢুকে ঘুমন্ত ওই শ্রমিকের ওপর হামলা চালায় হাতির দল।

শনিবার (২৫ জানুয়ারি) ভোরে লামার সরই ইউনিয়নের ইছহাক মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. কালু কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের আক্কেল আলীর ছেলে। সে লামার সরইয়ের ইছহাক মেম্বার পাড়ায় একটি পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানায়, পাহাড়ে খাদ্য সংকট দেখা দেয়াতে প্রতিনিয়ত বন্যহাতির দল খাবারের খোঁজে লোকালয়ে চলে আসছে। আজ শনিবার ভোর ৪টার দিকেও গহিন পাহাড় থেকে একদল বন্যহাতি খাবারের খোজে ইছহাক মেম্বার পাড়ায় চলে আসে। পরে  ধান-চালের খোঁজে একটি খামার ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা অবস্থায় মো: কালু ওপর আক্রমণ চালায় হাতির দল।

আক্রমণে গুরুতর আহতাবস্থায় তাকে স্থানীয়রা  দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ. কে. এম আতা এলাহী জানান, হাতির আক্রমণে মো. কালু নামের এক শ্রমিক নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাটি তদন্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে। পাহাড়ের খাদ্য সংকটের কারণে হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে বলেও জানান তিনি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাদাৎ হোসেন বলেন, হাতির আক্রমণে নিহতের লাশ উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। কোন অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন