শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

মুন্সীগঞ্জে পরিবেশ দিবস একযোগে ৩৫ হাজার চারা রোপনের কর্মসূচি

প্রকাশিত - ০৬ জুন, ২০২৪   ১২:০৯ এএম
webnews24

প্রভাত সংবাদদাতা, মুন্সীগঞ্জ : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে একযোগে ৩৫ হাজার গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার চাম্পাতলা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।

এসময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফল-ফুল ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে জেলার ৬ উপজেলায় বিদ্যালয় আঙিনা ও সড়কের পাশে একযোগে বৃক্ষ রোপনে অংশ নেয় সবাই। নানা ধরনের বৃক্ষ পেয়ে উচ্ছাস প্রকাশ করেন উৎসাহী শিক্ষার্থীরা। 

এদিকে জেলা প্রশাসন জানায়, বঙ্গবন্ধু আয়ু পেয়েছিলেন মোট ২০ হাজার ২৪০ দিন, এ সংখ্যার সাতগুণ বৃক্ষের ফুলে-ফলে মুন্সিগঞ্জ হবে রঙিন- স্লোগানে জেলায় ১ লক্ষ ৪১ হাজার ৬৮০টি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান স্বরূপ এবং সাম্প্রতিক সময়ের দাবদাহ থেকে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবসে ৩৫ হাজার গাছের চারা রোপন করা হলো। প্রতি এলাকায় বৃক্ষরোপনের জন্য করে দেওয়া হয়েছে কমিটি, জুন হতে আগস্ট মাস পর্যন্ত বৃক্ষরোপন চলবে।
প্রভাত/আসো
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন