২৪ ঘণ্টা অনলাইন : দুই ফরম্যাটে অবসরের পর কেবল আন্তর্জাতিক ওয়ানডেতে খেলছেন ভারতীয় তারকা বিরাট কোহলি। যেখানে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক (১৪২৫৫) হিসেবে ৩০৫ ম্যাচে প্রায় ৫৮ গড় ধরে রাখা চাট্টিখানি কথা নয়। ফলে কোহলির সঙ্গে তুলনাটাও সেভাবে চলে না। তবে ওয়ানডেতে ন্যূনতম ১০০০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড় তোলার রেকর্ডটা দখলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার মিলিন্দ কুমার। এতদিন এই রেকর্ডটা ছিল নেদারল্যান্ডস তারকা অলরাউন্ডার রায়ান টেন ডাসকাটের দখলে। বর্তমানে ভারতের এই ব্যাটিং কোচ ৩৩ ওয়ানডের ক্যারিয়ার শেষ করেছেন ৬৭ গড়ে ১৫৪১ রান নিয়ে। গড় রানের দিক থেকে তাকে ছাড়িয়ে গেলেন মিলিন্দ কুমার। দারুণ ফর্মে থাকা যুক্তরাষ্ট্রের এই তারকা এখন পর্যন্ত ২২ ওয়ানডে খেলে ৬৭.৭৩ গড়ে ১০১৬ রান করেছেন। মিলিন্দের এই ব্যাটিং পারফরম্যান্সের গ্রাফ এতটা উর্ধ্বমুখী হয়েছে চলতি বছর। ২০২৫ সালে ১২ ওয়ানডেতে ৮১.৫০ গড়ে করেন ৬৫২ রান।
মিলিন্দ ও টেন ডাসকাটের পর গড় রানের হিসাবে তালিকার তিনে আছেন কোহলি (৫৭.৭১ গড়ে ১৪২৫৫ রান)। এরপর যথাক্রমে অবস্থান ভারতীয় অধিনায়ক শুভমান গিল (৫৬.৩৬ গড়ে ২৮১৮ রান), ইংল্যান্ডের ডেভিড মালান (৫৫.৭৬ গড়ে ১৪৫০ রান), পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম (৫৪.২৩ গড়ে ৬২৯১ রান), অস্ট্রেলিয়ান কিংবদন্তি মাইকেল বেভান (৫৩.৫৮ গড়ে ৬৯১২ রান) ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের (৫৩.৫০ গড়ে ৯৫৭৭ রান)। বর্তমানে আইসিসি বিশ্বকাপের লিগপর্ব-২ এ খেলছে যুক্তরাষ্ট্র। তাদের হয়ে সর্বশেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মিলিন্দ ১৩৭ এবং সাইতেজা মুক্কামাল্লা ১২৩ রান করেন। যাতে ভর করে তাদের দলীয় পুঁজি দাঁড়ায় ২৯২ রানে। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে ২৬৪ রান যোগ করেন। যা ওই পজিশনে আন্তর্জাতিক ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও অজয় জাদেজা মিলে ১৯৯৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ উইকেটে ২৭৫ রান করেছিলেন। যুক্তরাষ্ট্রের দেওয়া ২৯৩ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ৪৯ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। মার্কিনীদের পক্ষে ২২ রানে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন রুশিল উগারকার। ফলে ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র ২৪৩ রানের সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে।
