২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল গান নিয়েই ব্যস্ত থাকেন। গত চার বছরে দারুণ জনপ্রিয়তা পেয়েছে তার গাওয়া বেশ কয়েকটি চলচ্চিত্রের গান। পাশাপাশি সারা দেশে স্টেজ শোও করে চলেছেন তিনি। এ ব্যস্ততার ফাঁকেই সম্প্রতি এক দিনে চারটি গানে কণ্ঠ দিয়েছেন ‘ও প্রিয়তমা’ খ্যাত গায়িকা। জানা যায়, এদিন ঢাকার কাছাকাছি দূরত্বের তিনটি স্টুডিওতে চার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে কোনাল বলেন, ‘আমার গানের গীতিকার ও সুরকারদের ধন্যবাদ। তারা আমার জন্য গান তৈরি করেছেন। গানগুলো কোনো চলচ্চিত্র বা নাটকে ব্যবহার করা হবে। তবে নাটক ও চলচ্চিত্রের নাম এখনই বলতে চাই না।’
ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রে প্লেব্যাকসহ সব ধরনের গানে কণ্ঠ দিয়ে নিজেকে সংগীত জগতের অনন্য উচ্চতায় উপবিষ্ট করেন কণ্ঠশিল্পী কোনাল। দুই বছর আগে তার গাওয়া ‘প্রিয়তমা’ ছবির টাইটেল গানটি ইউটিউবে ভিউয়ের রেকর্ড গড়ে। কোনালের কথায়, ‘গানকে আমি সুরের সাধনা হিসেবে নিজের অন্তরে ধারণ ও লালন করি। গানই আমার জীবন। গানের ক্ষেত্রে আমার সবসময় চেষ্টা থাকে সুস্থ কথা ও প্রকৃত বাংলার সুরে আমাদের দেশ ও মানুষের ছায়াসমৃদ্ধ গান সৃষ্টি করার। হয়তো তা কিছুটা পেরেছি। তবে এর শতভাগ সাফল্যের জন্য আমরণ চেষ্টা চালিয়ে যাব।’
২৪ ঘণ্টা/এআর