শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

তেলের দোকানে আগুন, স্ট্রোকে দোকান মালিকের মৃত্যু

প্রকাশিত - ০৩ মার্চ, ২০২৫   ১১:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাজশাহীর বাগমারা উপজেলার মাদারিগঞ্জ বাজারে তেলের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভাতে গিয়ে দোকান মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সোমবার (৩ মার্চ) সকালে এই ঘটনা ঘটে। জানা গেছে, দোকানের আগুন নিভাতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়েন দোকান মালিক আব্দুল আউয়াল। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে দোকান পুড়ে যায়। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। তিনি আরও বলেন, দোকানে অগ্নিকান্ড দেখে মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন