২৪ ঘণ্টা অনলাইন : চাঁদপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ )দুপুরে চাঁদপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। পুকুরে ডুবে মারা যাওয়া তিন শিশু হলো, চাঁদপুর সদর উপজেলার রামদাসদীর তিন বছরের মাইমুনা, হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার দুই বছরের জুনায়েদ হোসেন ও সাকদী এলাকার দেড় বছর বয়সী মিরাজ। মাইমুনা ও জুনায়েদের পরিবার জানায়, ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে পুকুরে মরদেহ ভেসে ওঠে। হাসপাতালে নিলে চিকিৎসক জানান, আগেই তাদের মৃত্যু হয়েছে। মিরাজের পরিবারের এক সদস্য জানান, সকালে বাড়িতে খেলাধুলার সময় পরিবারের অগোচরে পুকুরে কাছে যায় সে। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায়। উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসের আবুল হাসান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিনজন শিশুকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পানিতে পড়া রোধ করতে পরিবারের সচেতনতা বাড়ানো উচিত বলে জানান তিনি।
২৪ ঘণ্টা/এআর