বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

জিনোম এডিটিং ও চতুর্থ কৃষি বিপ্লবের ওপর সুবিস্তৃত আলোচনা

প্রকাশিত - ২৭ ফেব্রুয়ারি, ২০২৫   ১২:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সমাজ বিকাশ পাঠাগারের নিয়মিত আয়োজনে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ শনিবার জিনোম এডিটিং ও চতুর্থ কৃষি বিপ্লবের ওপর সুবিস্তৃত আলোচনা হয়েছে। মজিবর রহমানের সভাপতিত্বে ‘জিনোম এডিটিং ও চতুর্থ কৃষি বিপ্লব’ নিয়ে আলোচনায় মুখ্য আলোচক ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম।  বিজ্ঞানী তোফাজ্জল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে প্রাসঙ্গিক ছবিসহ  অতি সহজ ও বোধগম্য  ভাষায় জিন ও জিনোম  এবং জিনোম এডিটিং বলতে কি বুঝায়, কিভাবে জিনোম এডিটিং বা সম্পাদনা করা হয়, কোন্ কোন্ ক্ষেত্রে এর প্রয়োগ হচ্ছে, তা তুলে ধরেন।

ড. তোফাজ্জল জিনোম এডিটিং ও চতুর্থ কৃষি বিপ্লবের ওপর সুবিস্তৃত আলোচনা করেন। বাংলাদেশের কৃষিতে তথা চতুর্থ কৃষি বিপ্লব সংঘটনে বিস্ময়কর প্রযুক্তি জিনোম এডিটিং প্রয়োগের মাধ্যমে  অভাবনীয় উন্নতি দিকটি তুলে ধরার সাথে সাথে এর যথাযথ ব্যবহারের প্রয়োজনীয়তার দিকটি সামনে আনেন। চালের উৎপাদন বৃদ্ধি পাওয়াসহ কাজি-পেয়ারা, কাজি-বেগুন, আপেল কুল উৎপাদন বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, জিনোম প্রযুক্তির ব্যবহার সারা বছর ফসল উৎপাদনে যুগান্তকারী ভূমিকা রাখছে।

তিনি বলেন, কৃষিতে বিভিন্ন ফসলের রোগবালাই এই পদ্ধতি ব্যবহার করে অনেকটা দূর করা সম্ভব হয়েছে। আমাদের প্রিয় ইলিশ মাছে প্রাকৃতিক ভাবেই কোন রোগবালাই নেই। অন্যান্য মাছ এবং পশু পাখির রোগ-বালাই দূর করা এই প্রযুক্তির ব্যবহারে হয়তো অদূর ভবিষ্যত সম্ভব হবে। একই সংগে বিজ্ঞানের এই কালজয়ী আবিষ্কারের ঝুঁকির দিকটিও তুলে ধরেন। তিনি বলেন, জিনোম আবিষ্কার মানব সভ্যতার এক বিস্ময়। একদিন হয়তো ক্যানসারসহ সব জটিল রোগের নিরাময়ের ব্যবস্থা সম্ভব হবে জিনোম এডিটিং-এর মাধ্যমে। বাদ যায়নি ২০২০ সালে জেনেটিক কোড পরিবর্তনের অত্যাধুনিক  ও যুগান্তকারী প্রযুক্তি ক্রিসপার  কাস  নিয়ে দুই নারী বিজ্ঞানি, রসায়নে ফরাসী বিজ্ঞানী এমানুয়েল মেরি শারগাঁতিয়ে ও মার্কিন প্রাণরসায়নবিদ জেনিফার অ্যানি ডাউডনার নোবেল প্রাপ্তির বিষয়টিও। 

দুই ঘণ্টাব্যাপী আলোচনা উপস্থিত বিদগ্ধ শ্রোতারা পিনপতন নিরবতায় ও করতালিতে উপভোগ করেন। আলোচনা শেষে অনেক শ্রোতার আগ্রহদ্দীপক প্রশ্নেরও তিনি জবাব দেন এবং এর বৈজ্ঞানিক কারণ বিশ্লেষণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ বিকাশ পাঠাগারের সম্পাদক রুশো তাহের।

তিনি এ বিষয়ে সুবিস্তৃত আলোচনা করে শ্রোতাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেন। শ্রোতারা এই বিষয়ে আবারও বড় আকারে একটি আলোচনা সভা অনুষ্ঠান করা এবং ড. তোফাজ্জেলকে ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
গৃহস্থালি পণ্য রপ্তানি