২৪ ঘণ্টা অনলাইন : জেলার কালিয়া উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে র্যালী বের হয়ে উপজেলা সদরের সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুুজ্জামান।
এ সময় উপজেলা প্রকৌশলী প্রণব কুমার বল, উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা প্রস্ফুট মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এআর