বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সরকারি সব লেনদেন ক্যাশলেস করতে এভিএস চালু

প্রকাশিত - ২২ ফেব্রুয়ারি, ২০২৫   ১০:২৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সরকারি লেনদেন ‘ক্যাশ লেস’ করার উদ্যোগ হিসেবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টের সঠিকতা যাচায়ের জন্য অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস) চালু করেছে সরকার। আজ শনিবার এক কর্মশালায় এ কথা জানান বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই ব্যবস্থা সরকারি ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং একই সঙ্গে জালিয়াতিরোধ ও অর্থ অপচয়রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে কর্মশালায় অংশগ্রহণকারীগণ মত প্রদান করেছেন।কর্মশালায় জানানো হয়, গত ২৬ জানুয়ারি, ২০২৫ থেকে চারটি চিফ একাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসে (সিএএফও) পরীক্ষামূলকভাবে এই এভিএস সিস্টেম চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
 
আগামী জুন মাসের মধ্যে দেশের প্রতিটি হিসাব রক্ষণ অফিসে এভিএস সিস্টেম বাস্তবায়ন করা হবে মর্মে কর্মশালায় জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের সিস্টেমসমূহের সঙ্গে আইবাস সিস্টেমের ইন্ট্রিগেশন স্থাপন, গ্রাহকদের একাউন্ট ভেরিফিকেশন সিস্টেম পাইলটিং পরবর্তী সকল পর্যায়ে বাস্তবায়ন রূপরেখা প্রণয়ন বিষয়ক কর্মশালা আজ শনিবার সকালে মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।আইবাস স্কিম, স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল প্রোগ্রাম টু এনাবেল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস), অর্থবিভাগ এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
 
বাজেট-১ ও জাতীয় কর্মসূচি পরিচালক (অতিরিক্ত সচিব) বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া।বিলকিস জাহান তার বক্তব্যে বলেন, এভিএস সিস্টেম বাস্তবায়নের মূল উদ্দেশ্য হলো সরকারি সকল পেমেন্ট ক্যাশলেস করা এবং ব্যয় ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জালিয়াতি ও অর্থের অপচয় রোধ করে গ্রাহকদের ভোগান্তি লাঘব করা ও সঠিক প্রাপকের ব্যাংক হিসাবে অর্থ প্রেরণ নিশ্চিত করা।তিনি বলেন, এই সিস্টেম সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য যাচাই করা এবং চেক ছাপানোর জন্য সরকারের ব্যয়িত ৫০০-৬০০ কোটি টাকা সাশ্রয় করতে ভূমিকা রাখবে।
২৪ ঘণ্টা/এআর 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন