বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

তুষি নাকি ফারিণ! কে হবে স্টাইলে নাম্বার ১?

প্রকাশিত - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫   ১০:২৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সম্প্রতি অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে একই রকমের জামা ও জুতা পরে রেড কার্পেটে হাঁটতে দেখা যায় হালের দুই জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি ও তাসনিয়া ফারিণকে। এসময় দু’জনই এপেক্স এর সাব-ব্র্যান্ড মুচি-এর লাল পাথরখচিত জুতার সাথে প্রায় একই রকমের সাদা জামা পরে আসেন ফ্যাশন-শোতে। এজন্য সবকিছুকে ছাপিয়ে বাংলাদেশ ফ্যাশন লিগেসি ২০২৫-এর রেড কার্পেটে হেঁটে নজরে এসেছ্নে তুষি ও ফারিণ। যেখানে কার স্টাইল সেরা তা নিয়ে যুক্তিতর্কে মেতে উঠেছেন নেটিজেনরা।

ওই ফ্যাশন শোতে একই রকমের স্টাইল আর হুবহু একই জুতা পরে রেড কার্পেটে হাঁটার জন্য নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় এই দুই অভিনেত্রীকে। তবে এপেক্স-এর জুতা তাদের পছন্দ বলে প্রশ্ন এড়িয়ে যান। দু’জনের প্রায় একই লুক দেখে ‘স্টাইলে নাম্বার ওয়ান কে?’-এই নিয়ে বেশ গুঞ্জন চলতে থাকে অনুষ্ঠানটিতে। পরবর্তীতে কন্টেন্ট ক্রিয়েটর রাকিন আবসারের ভিডিওতে আরো উঠে আসে মজার তথ্য। এ নিয়ে সামাজিক গণমাধ্যমগুলোতে চলছে নানা জনের নানা মত। তবে ‘এবার ঈদে স্টাইলে নাম্বার ওয়ান কে?’ এই প্রশ্ন রয়েই যায় ভক্তদের মনে।

উল্লেখ্য, নাটক ও মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু অভিনেত্রী নাজিফা তুষির। তবে তার অভিনীত ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘হাওয়া’র মাধ্যমে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। বাংলাদেশ ফ্যাশন লিগেসি ২০২৫-এ এপেক্স-এর শো-স্টপারও ছিলেন তিনি। অপরদিকে, তাসনিয়া ফারিণ শুরু থেকেই তার মাধ্যমে শোবিজ অঙ্গনে নিজেকে জানান দিয়ে চলেছেন। সব অঙ্গনেই সমান তালে কাজ করে চলেছেন এই অভিনেত্রী। বলা বাহুল্য গতবছর একই ফ্যাশন শো-তে এপেক্স-এর শো-স্টপার ছিলেন ফারিণ।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
গৃহস্থালি পণ্য রপ্তানি