শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ভোলার তজুমদ্দিনে গণপিটুনিতে ২ জন নিহত

প্রকাশিত - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫   ০৮:৫৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভোলার তজুমদ্দিন উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ।নিহতরা হলেন নয়ন (২৬) ও  আমির হোসেন (২৭)। এদের মধ্যে নয়নের বাড়ি তজুমদ্দিন বালিয়া কান্দি ও আমির হোসেনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকায়। এরা দীর্ঘ দিন বিভিন্ন এলাকায় চুড়ি ও ডাকাতি করে আসছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ৭নং ওয়ার্ডের ভূইয়া বাড়িতে গরু চুরি করতে গেলে আশপাশের লোকজন জড়ো হয়ে ওই দুই যুবককে ঘেরাও করে বেধড়ক পেটাতে থাকে। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয়।পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গণপিটুনিতে নিহত দুজনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে পোস্টমার্ট্রেম ও সুরতহালের পর লাশের কি হবে সে সিদ্ধান্ত নেয়া হবে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন