শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ১২ বসতঘরসহ তিনটি দোকান ভস্মীভূত

প্রকাশিত - ১১ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৩৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : জেলা শহরের স্বনির্ভর সড়কে অগ্নিকাণ্ডে ১২টি বসতঘরসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে কামরুজ্জামান নামে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন।

পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো. মোহসীন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণ করেন। এসময় ১২ টি বসতঘর ও ৩ টি দোকানঘর পুড়ে যায়। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের খাদ্য, ঔষধ, শীত বস্ত্র  ও আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন