অনিন্দ্য আরিফ দিব্য : রাত ফুরালেই দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৫। এই নির্বাচনকে ঘিরে সারাদেশের খ্রীষ্টান সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী প্রায় বিশ হাজার প্রতিনিধি এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি ২০২৫; শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচনের ভোটকেন্দ্র বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নির্বাচন সম্পর্কে হাউজিং সোসাইটির সফলতম চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন বলেন, আমাদের সংগঠনের ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। এখানে ভোটারদের সিদ্ধান্তই চূড়ান্ত। তারা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন। তিনি আরো, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড একটি আর্থ-সামাজিক প্রতিষ্ঠান; যা সদস্যদের উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত ব্যবসা পরিচালনা করে আসছে। সংগঠনটি ইতোমধ্যে প্রতিষ্ঠার ৪৮ বছরে পা দিয়েছে। বর্তমান কমিটি হাউজিং সোসাইটির দায়িত্ব গ্রহণের সময় সম্পদ-পরিসম্পদ ছিল ২২২ কোটি টাকা। বর্তমানে তা এসে দাঁড়িয়েছে কয়েক হাজার কোটি টাকায়। ১২টি ফ্ল্যাট প্রকল্প থেকে এখন ২০৩টি ফ্ল্যাট প্রকল্পে উন্নীত করা হয়েছে। ইতিমধ্যে ৪০টি বিল্ডিং নির্মাণ করা হয়েছে। আরো ১৯টি বাস্তবায়নাধীন রয়েছে। ২৭৭ বিঘা জমি হতে; এখন এক হাজার বিঘা জমিতে উন্নীত করা হয়েছে। ৭৭টি প্লট প্রকল্পকে বর্তমান কমিটি ৪৪৯০টি প্লটে রূপান্তরিত করেছে।
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. সম্পাদক ইমানুয়েল বাপ্পী মন্ডল এক প্রশ্নের জবাবে জানান, এই প্রতিষ্ঠানের আয়বর্ধকমূলক প্রকল্পগুলো হলো— গাজীপুরের পূবাইলে রিসোর্ট কাম ট্রেনিং সেন্টার এন্ড রেস্টুরেন্ট, কালীগঞ্জের মঠবাড়িতে প্রবীণ নিবাস ও গেস্ট হাউজ, দড়িপাড়াতে থিমপার্ক, রেস্টুরেন্ট এবং রিসোর্ট, সাভারে ১০০ বেডের সেন্ট ফিলোমিনা মা-শিশু এন্ড জেনারেল হাসপাতাল, ঢাকার ফার্মগেইটে নীড় ছাত্রীনিবাস অন্যতম। সোসাইটির মোট সদস্য ২৫৪৫২ জন; এরমধ্যে নারী রয়েছেন ১০৪১২ জন।
নির্বাচন সম্পর্কে সম্পাদক ইমানুয়েল বাপ্পী মন্ডল জানান, দেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি.-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। এখানে ২টি পরিষদ সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেন। আমরা মনে করি অতীতের মতো এবারও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা তাদে;র পছন্দের প্রার্থীকেই ভোট দিরেত পারবেন। সোসাইটির বর্তমান মোট সদস্য প্রায় ২৭০০০ জন। এবারের নির্বাচনে প্রায় ২০০০০ ভোটার সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃবৃন্দ নির্বাচন করবেন।
হাউজিং সোসাইটির নির্বাচনে ঐক্য, শান্তি এবং সমৃদ্ধি দল শিরেনামে মনোনীত— প্রতাপ-ডিউক-পেপিলন-জেমস-ইউজিন পরিষদকে অনেকেই নির্বাচনে এগিয়ে রেখেছেন। চেয়াম্যান পদপ্রার্থী আগষ্টিন প্রতাপ গোমেজ বলেন, কোনো ধরনে মিথ্যা তথ্য এবং অপপ্রচারে কান না দিয়ে কোনো ধরণের উস্কানিতে সাড়া দিবেন না। মনে রাখবেন ভোট দান হলো ভোটারদের পবিত্র আমানত; তিনি যাকে ইচ্ছে তাকে ভোট দিবেন। প্রত্যেকটি ভোট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি যুব সমাজ বিশ্বাস করে এই পরিষদ বিপুল ভোটের মাধ্যমে বিজয় অর্জন করবে। বিশেষ করে এই প্রতিষ্ঠানের উন্নয়ন অগ্রযাত্রাকে বেগবান রাখার জন্য আমাদের পরিষদের প্রার্থীদের বিজয়ী করুন। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আমরা নির্বাচনের ইশতেহারে ১১ দফা প্রতিশ্রুতি দিয়েছি। নির্বাচিত হতে পারলে আমরা তা বাস্তবায়ন করব।
যুব সম্প্রদায়ের প্রতীক সম্পাদক পদপ্রার্থী পেপিলন হেনরি পিউরীফিকেশন বলেছেন, নির্বাচনকে ঘিরে আমরা ইতোমধ্যে দীর্যদিনের প্রচার প্রচারণা শেষ করেছি। আমাদের পরিষদের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরেছি। জনগণের ভালোবাসা, বিশ্বাস এবং প্রার্থনা ঐক্য, শান্তি, সমৃদ্ধি পরিষদের সাথে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের দৃঢ় বিশ্বাস ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাদের পরিষদের প্রার্থীরা বিজয়ী হবেন।
অপরপক্ষে ডা. নোয়েল চার্লস গমেজের নেতৃত্বে নির্বাচন করছে— নোয়েল-বিজয়-অজি-শুভজিৎ শ্রীলা পরিষদ। কথায় ও কাজে ন্যায়-সত্য-সুন্দরের স্লোগান নিয়ে পরিবর্তনের যাত্রায় সবাই নির্বাচনে অংশীজন হয়েছেন। তবে এই পরিষদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের কেউ কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রচেষ্টা করেছেন।
সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। বিশিষ্ট সমবায়ী এবং ব্যাংকার শ্যামল এল কস্তা বলেছেন, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ভোটাররা অবশ্যই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যোগ্য, সৎ এবং কর্মঠ প্রার্থীকেই বেছে নেবে।
২৪ঘণ্টা/আসো