২৪ ঘন্টা অনলাইন : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অংশের প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজট লেগে আছে।
শাহবাজপুর হতে বিশ্বরোড হয়ে আশুগঞ্জের খড়িয়ালা পর্যন্ত বুধবার দুপুর ১২টা থেকে শুরু যানজট বিকাল সাড়ে ৪টায়ও যানজট বিদ্যমান রয়েছে।যানজটের কারণে যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। ভুগান্তি পোহাতে হচ্ছে দূরপাল্লার যাত্রীদের।
এ বিষয়ে খাটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, যানজট নিরসনে বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ কাজ করছেন। কিছুক্ষণের মধ্যেই যানজট মুক্ত হয়ে যাবে।
২৪ ঘন্টা/এআর