শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

সিরাজগঞ্জ জেলা বিএনপির ১৮ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

প্রকাশিত - ০২ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৪৫ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে সিরাজগঞ্জ জেলা বিএনপির ১৮ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা হলেন সাবেক জাতীয় সংসদ আব্দুল মান্নান তালুকদার ও এম. আকবর আলী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট সিমকী ইমাম খান, জেলা বিএনপির উপদেষ্টা ডক্টর এম. এ. মুহিত, জেলা বিএনপির সহ-সভাপতি মো. মজিবর রহমান লেবু, মো. মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, এ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার, রকিবুল করিম পাপ্প, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, অধ্যাপক আবু শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম সারোয়ার ও জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন