শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

রংপুরের পীরগঞ্জে শীতবস্ত্র, স্কুল ব্যাগ বিতরণ

প্রকাশিত - ২৮ জানুয়ারি, ২০২৫   ০৮:১০ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের স্মরণে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)’র উদ্যোগে পীরগঞ্জের বাবনপুর কামিল মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কম্বল ও চাদর এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এসময় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের রংপুর জেলা কো-অর্ডিনেটর এ কে এম জাহিদুল ইসলাম, পিপিআরসি’র ম্যানেজার কমিউনিকেশন জয়ন্ত পাল এবং ব্র্যাক অ্যাডভোকেসি প্রোগ্রামের মো. মুসা মিয়া।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, কম্বল ও চাদর বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষদের সহায়তা এবং স্কুল ব্যাগ প্রদানের মাধ্যমে শিশুদের শিক্ষা উপকরণ সহজলভ্য করার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘পিপিআরসি মনে করে এ উদ্যোগটি প্রয়াত আবু সাঈদের স্মৃতি ধারণ করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’এসময় শীতার্ত মানুষের মাঝে ১৫০ টি কম্বল ও ৪ শ’ টি চাদর এবং ১২০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন