শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আত্মগোপন থেকে মহিলা লীগ নেত্রী পাখি গ্রেপ্তার

প্রকাশিত - ২৫ জানুয়ারি, ২০২৫   ০৯:৪৯ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে একটি বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে চাটমোহর পৌর শহরের একটি বাসা থেকে তাকে আটক করে চাটমোহর থানা পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল আলম। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে এই আওয়ামী লীগ নেত্রী চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে আটক করে। তিনি হান্ডিয়ালে বিস্ফোরক মামলার আসামি ছিলেন। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন