বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশে উদ্বোধন হল হাইসেন্স কিউএলইডি টিভি সিরিজ

প্রকাশিত - ১৮ জানুয়ারি, ২০২৫   ১১:০৪ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশে উদ্বোধন করল হাইসেন্স কিউএলইডি টিভি সিরিজ। আজ ঢাকার গুলশান-১ এর বিটিআই ল্যান্ড মার্কে অবস্থিত ফেয়ার ইলেকট্রনিক্স স্মার্ট প্লাজায় এই আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

বাংলাদেশি ভোক্তাদের কাছে হাইসেন্সের অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশ্বমানের বিনোদনের অভিজ্ঞতা নিয়ে আসার জন্য এই ইভেন্টটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে।

ফেয়ার গ্রুপের ডিরেক্টর মি. মুতাসিম দাইয়ান এই উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশের বাজারে কঞ্জুমার ইলেকট্রনিক্সের সর্বাধুনিক প্রযুক্তির এই সংযোজন নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ মেসবাহউদ্দিন হাইসেন্স কিউএলইডি টিভির বৈশিষ্ট্য নিয়ে তার বক্তব্য প্রদান করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এবং মিডিয়া প্রতিনিধিরা ছাড়াও ফেয়ার ইলেকট্রনিক্সের শীর্ষ ব্যবস্থাপনা নির্বাহীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গ্রুপ হেড অফ মার্কেটিং জে এম তসলিম কবির ও ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট) মোঃ মুশফিকুর রহমান।

হাইসেন্স কিউএলইডি টিভি ৬৫", ৭৫" এবং ৮৫" সাইজে পাওয়া যাচ্ছে।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
গৃহস্থালি পণ্য রপ্তানি